Arijit Singh
Yo Yo Honey Singh
Amitabh Bhattacharya
Durbin Lyrics | দূরবীন | Taufiq Ahmed Lyrics - Taufiq Ahmed Prio

Collection Taufiq Ahmed Prio

Durbin Lyrics | দূরবীন | Taufiq Ahmed Lyrics

 LyricsForest   509


Durbin Lyrics | দূরবীন | Taufiq Ahmed lyrics (Primary language)

তোমাকেই দেখার সেই দূরবীন,

আমি হারিয়ে ফেলেছি প্রিয়।

একাকী, একার এই দুর্দিন,

আমি মানিয়ে নিয়েছি প্রিয়।

 

বারবার ঘুরেফিরে,

একটি প্রশ্ন তোমাকে ঘিরে।

আমার মন খারাপের পাশেই নীরবে,

কোন একদিন তুমি বসে কি রবে?

আমার মন খারাপের পাশে নীরবে,

কোন একদিন তুমি বসে কি রবে?

 

তোমার সাথে যত কথা,

আর গল্প শেষে মৌনতা।

তোমার কি কিছু মনে নেই?

সবই কি ছিল অজথা?

 

মুখো ছবি আবছা নয়,

স্মৃতি গুলো ঝাপসা নয়।

জেগে আছো স্বগৌরবে।

আমার মন খারাপের পাশেই নীরবে,

কোন একদিন তুমি বসে কি রবে?

আমার মন খারাপের পাশে নীরবে,

কোন একদিন তুমি বসে কি রবে?

 

তোমার আলো-ছায়া ছেড়ে,

কিছুটা না, হয়েগেছি হেরে।

এই মন খারাপের অসুখ,

তুমি চাইলে, যাবে সেরে।

 

মুখো ছবি আবছা নয়,

স্মৃতি গুলো ঝাপসা নয়।

তুমি আছ, তুমি রবে।

 

আমার মন খারাপের পাশেই নীরবে,

কোন একদিন তুমি বসে কি রবে?

আমার মন খারাপের পাশে নীরবে,

কোন একদিন তুমি বসে কি রবে?(x2)

Durbin Lyrics | দূরবীন | Taufiq Ahmed lyrics in English